ফেইসবুক-এর Photo-Album ডাউনলোড করুন এক ক্লিক-এ
আপনার মজিলা ফায়ারফক্স ইন্সটল থাকতে হবে।
এরপর মজিলা-এ একটা Add-On ইন্সটল করতে হবে।
Add-On এর নাম FacePAD: Facebook Photo Album Downloader 0.6.2
Add-On ইন্সটল করুন এই লিঙ্ক থেকে।
এখন ফায়ারফক্স মজিলা Restart করুন। ব্যাস ফায়ারফক্স মজিলা ফেইসবুক থেকে Photo-Album ডাউনলোড করার জন্য প্রস্তুত।
ফেইসবুক Login করে Photo ক্লিক করুন। Photo-Album –এর লিস্ট দেখাবে।(নিচের ছবির মত)
পছন্দের Photo-Album ----- এ রাইট ক্লিক করুন ... এবং সেখান থেকে ক্লিক করুন।(নিচের ছবির মত)
৩০ সেকেন্ডস –এর মদ্ধে আপনার পছন্দের এলবাম টি ডাউনলোদ শুরু হয়ে যাবে, ছবি সেভ হবে ফায়ারফক্স মজিলা-এর Default Location- এ।