YouTube ভিডিও Loading হওয়ার সময় খেলুন Snake Game
07/11/2011 17:13
YouTube এ আমাদের প্রায়ই ভিজিট করতে হয়। আর এদেশের নেটের যা speed, তাতে অনেক্ষণ বসে থাকতে হয় Loading এর পিছনে। সে সময়টুকু বসে না থেকে আপনার আঙুলগুলোকে সচল রাখুন YouTube এ Snake game খেলে।
অনেকেই হয়তো জানেন। যারা জানেন না, আশা করি তারা মজা পাবেন।
- YouTube এ যান এবং যেকোনো ভিডিও সিলেক্ট করুন।
- ভিডিও Loading হওয়া শুরু হলে ভিডিওর উপর মাউস রেখে মাঊসের Left button+ কিবোর্ডের Left Arrow+ Up Arrow প্রেস করুন।
- কিবোর্ডের Arrow Button ইউজ করে সহজেই খেলতে পারবেন। তবে ব্যাকগ্রাউন্ড কালো ব্যতীত অন্য রংয়ের হলে দেখতে অসুবিধা হতে পারে।