আপনার মুখের কথায় চলবে আপনার কম্পিউটার

আজকে আমি বলবো যে কিভাবে আপনি আপনার কম্পিউটারকে নিয়ন্ত্রন করবেন মুখে কমান্ড করে।এর জন্য আপনার কম্পিউটারে উইন্ডোস ৭ থাকতে হবে

এবং এর সাথে একটা মাইক্রোফোন কম্পিউটারের সাথে কানেক্ট থাকতে হবে।

কীভাবে করবেনঃ-প্রথমে start এ যান তারপর -Contorl Panel এ যান

আপনার মুখের কথায় চলবে আপনার কম্পিউটার

Contorl Panel থেকে Hardwear and Sound এ যান

Hardwear and Sound থেকে Sound এ যান।

Sound থেকে Recording এ যান


Recording এ যে মাইক্রোফোন টাতে রাইট চিহ্ন আছে সেটাতে ক্লিক করুন।
ক্লিক করে নিচের Configure অপসান টা তে ক্লিক করুন।

ক্লিক করার পর আপনার মাইক্রোফোন টা সেট করে নিন।

নীচের মত করে

তারপর Start speech Recognition ক্লিক করুন।

ক্লিক করার পর কয়েকটি অপসান আসবে সেগুলি নেক্সট করে ফিনিশ করে দিলে নিচের মত এক টা ছোট্ট লোগো আসবে।

এই লোগো টা তে ক্লিক করলে স্ক্রিনের উপরে নীচের ছবির মত একটা ডাইলগ বক্স আসবে।


ডাইলগ বক্স টা তে Off লেখা থকবে ডাইলগ বক্স টার পাশের মাইক্রোফোনের মতো লোগো টাতে ক্লিক করে অন করুন।


এরপর আপনি কমান্ড দিন এবং আপনার কমান্ড এর সাথে আপনার কম্পিউটার কাজ করে চলবে।
এবার ভাবছেন কি কমান্ড দেবেন তাই তো? এর জন্য আপনাকে start-Contorl Panel-Hardwear and Sound-Sound -Recording-Configure থেকে Take Speech Tutorial টা দেখে নিন।

আশা করি আপনাদের সবারই ভালো লাগবে।আমারও ভালো লেগেছিল।

------ধন্যবাদ-------


Create a free website Webnode