কখনো কি মনে হয় বেশ কিছু বিষয় এর উপর আপনি খুব বিরক্ত ! অনেকের বিরুদ্ধে রয়েছে আপনার হাজারো অভিযোগ ! আসুন তাহলে নীচের ছবি গুলিকে একটু দেখে নিই- কথা দিচ্ছি আপনাকে একমিনিট অন্তত স্তব্ধ করে দেবে

কখনো কি মনে হয় বেশ কিছু বিষয় এর উপর আপনি খুব বিরক্ত !

বন্ধু-বান্ধব , অভিভাবক অভিভাবিকা , সমাজের উপরে আপনি তিত বিরক্ত। তাদের বিরুদ্ধে রয়েছে আপনার হাজারো অভিযোগ ! আসুন তাহলে নীচের ছবি গুলিকে একটু দেখে নিই-

আমার আপনার সকলের দেশেই সর্বদা রয়েছে –দুই ধরনের  সমাজ চিত্র। আমরা সর্বদা শুধু উপরতলার মানূষগুলির কথা ভাবি আর মনে মনে হয়তো হতাশা গ্রস্ত হয়ে পড়ি , হয়তো বা তাদের উপরে নীরবে বর্ষণ করি অভিসম্পাত।হয়তো বা মহান স্সৃষ্টিকর্তার  উপরে হয় অভিমান!

কিন্তু মনে রাখবেন আপনি পৃথিবীর ৩০ % ভাগ্য বানদের মধ্যে অন্য তম ।আর বাকি ৭০ % মানুষের কাছে আপনার অবস্তাটাও একটা একটা স্বপ্নে পাওয়া আলাদিনের প্রদীপের দানের মত।

 

 

         আমার আপনার সন্তান সন্ততি বা ভাই –বোনেরা  কি একই পড়া বার বার পড়তে বিরক্ত?

 

 

 

              কিন্তু একই কয়েনের উলটো পিঠটা একটু দেখুন –এরা কিন্তু পড়তে চাই  , এদের কোন বিরক্তি নেই।

 

 

কারো সন্তানের গ্রীন ভেজিটেবলস নয় , পেস্ট্রীও  নয়  পিজা ই তার প্রথম পছন্দ ।

 

 

এদের কোনো পছন্দ নেই !

 

 

কেউ বা সন্তান দের  ডায়েটিং এ  এ রেখেছেন – যদি সোনা মনি একটু বাল্কি হয়ে যায় !

 

 

এরা ডায়েটিং বোঝে না – এরা শুধুই  খেতে চায়!

 

 

কোনো কোনো বাবা মায়ের    সন্তানের প্রতি অতি যত্ন, অতি ভালোবাসা (Super protection ) - তাদের সন্তানদের ই বিরক্তির কারন হয়ে দাঁড়ায়।

 

 কারোর বাবা মা  ই নেই !

 

 

 

কেউ কেউ একই  একই ভিডিও গেম খেলে বোর হয়ে যায়।

 

 

এদের গেমের নতুন কোনো অপশন্‌ ই নাই !

 

 

 

আপনি যখন Adidas   বা Nike   পছন্দ   করছেন  তখন আপনার সন্তানের পছন্দ হয়তো  Reebok

 

 

এদের  কিন্তু একটিই ব্র্যান্ড !

 

 

 

বাবা মা যখন গেম বা  টিভি  ছেড়ে এদের  ঘুমোতে যেতে বলে  এরা অনেক আপসেট হয়।ঘুমোতে যেতেই চায় না ।

 

 

 কে  ? কে ? এদের উঠাবে বলেন  !   এরা যে  ঘুম থেকে উঠতেই চায় না !

তাই -

DON’T COMPLAIN...

AND IF, INSPITE OF EVERYTHING, YOU KEEP GETTING YOURSELF WORRIED...

 

LOOK AROUND YOU.. THANK  ALLAH !
FOR EVERYTHING THAT HE ALLOWS YOU TO HAVE IN THIS BRIEF LIFE...

 এই চিত্রকল্প যদি কয়েক সেকেন্ড ও আপনাকে ভাবায় তবেই এই টিউনের সার্থকতা ।

সকলেই ভালো থাকবেন , অপরকে ভালো থাকতে সাহায্য  করবেন ।