মোবাইল ফোনের জন্য ফ্রি সফটওয়্যার, গেম, ওয়ালপেপার, রিংটোন ইত্যাদি ডাউনলোডের জন্য দারুন দুটি ওয়েব সাইট হচ্ছে www.funmaza.com এবং www.getjar.com এই সাইট গুলোতে বিভিন্ন ব্র্যান্ডের হ্যান্ডসেটের জন্য প্রচুর পরিমানে কন্টেন্ট আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করা রয়েছে । প্রয়োজনীয় কন্টেন্ট প্রথমে পিসিতে ডাউনলোড করে পরে হ্যান্ডসেটে ইন্সটল করে ব্যবহার করা যায় । এছাড়া এ কটি সাইটের ওয়্যাপ ভার্সনও রয়েছে । ফলে মোবাইল ফোন থেকেও ব্রাউজ করা যাবে - wap.getjar.com