সহীহ নামাজ শিক্ষা

সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। দরুদ ও সালাম তাঁর বান্দা ও রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি, যিনি সমগ্র বিশ্বমানবতার নবী, নবীকূলের শিরোমনি সৃষ্টিকুলের রহমত ও কল্যাণের প্রতীক। মহান আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন তাঁর এবাদাত বন্দেগীর উদ্যেশ্যে। সেই এবাদত এর অন্যতম একটি হল নামায আদায় করা। তাই সঠিকভাবে নামাজ আদায় করতে হলে সঠিক পদ্ধিতে আদায় করতে হবে। না হয় আমাদের এবাদত কবুল হবে না।আমাদের মধ্যে অনেকেই নামাজ আদায়ের সঠিক নিয়ম-পদ্ধতি জানি না। আজ সে সব বন্ধুদের জন্য নিয়ে এলাম সহীহ নামাজ শিক্ষা। এ বইটিতে আপনি যা যা জানতে পারবেন তা নিম্ন রুপঃ

সহীহ নামাজ শিক্ষা

০১। নামাজ সম্পর্কিত জরুরী কিছু আলোচনা (কোরআন ও হাদীসের আলোকে)।
০২। নামাজের ফযীলত।
০৩। তাহারাত (পবিত্রতা) ওজু ও গোসলের মাসআ’লা।
০৪। ফরয নামাজ
০৫। নামাজ যে ভাবে আদায় করবেন।
০৬। জামাতের সহিত নামাজ।
০৭। জুমআ’র নামাজ।
০৮। মুসাফিরের নামাজ।
০৯। মাসনূন যিকরসমূহ
১০। সুন্নত নামায

বইটি যদি আপনাদের উপকারে লাগে তাহলেই আমার পরিশ্রম স্বার্থক হবে বলে আমি মনে করি। বইটির আলোচনা সম্পর্কে আপনার যদি আগ্রহবোধ থাকে তাহলে নীচের লিন্ক হতে ডাউনলোড করে নিন


Create a free website Webnode